সর্বশেষ

জাতীয়

ঢাকায় ‘মার্চ ফর গাজা’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৫:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে “ইতিহাসের পাতায় স্থান পাবে এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা” হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান।

শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, “ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে পুরো বিশ্বকে বিস্মিত করেছে। আজকের এ দৃশ্য ছিল ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির এক অনন্য ঘোষণাপত্র, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রতিধ্বনিত হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণের প্রাণশক্তি একটি অকাট্য সত্যকে প্রমাণ করে। এই জাতি—পুরুষ, নারী, তরুণ, বৃদ্ধ সবাই—ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও স্বাধীনতার সংগ্রামে অনুপ্রেরণা ও নৈতিক শক্তি জুগিয়েছে। আজকের দিনে এমন মহান জাতি পাওয়া সত্যিই বিরল।”

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ স্পষ্টভাবে ঘোষণা করেছে—তারা কেবলমাত্র ন্যায়ের পাশে থাকবে এবং ইতিহাসের সঠিক পৃষ্ঠাতেই তাদের অবস্থান রাখবে। “বাংলাদেশ ফিলিস্তিন ও এর জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং এই ন্যায্য সংগ্রামে কোনো আপস না করার প্রতিশ্রুতি দিয়েছে,” বলেন তিনি।

বিবৃতিতে তিনি আরও জানান, “ঢাকার রাজপথে লাল-সবুজের সমুদ্রের মতো মানুষের ঢল ছিল চোখধাঁধানো। বাংলাদেশের পতাকার পাশে উড়েছে ফিলিস্তিনের পতাকা। ঐতিহাসিক রাজু ভাস্কর্য ছিল এই দৃশ্যের পটভূমি—যেখানে হাজারো কণ্ঠ স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে একত্রে ধ্বনি তোলে।”

তিনি বলেন, “এই মহৎ জাতির প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। গাজার শরণার্থী শিবির থেকে পশ্চিম তীরের জলপাই গাছ পর্যন্ত, আপনাদের সংহতি অনুভব করা গেছে। বাংলাদেশের প্রতিটি কণ্ঠস্বর আমাদের সাহস জুগিয়েছে, আমাদের সংগ্রামে আপনাদের ভূমিকা কখনো ভুলবো না।”

সবশেষে রাষ্ট্রদূত বলেন, “আপনারা কেবল ফিলিস্তিনের সমর্থক নন, বরং আশা, মর্যাদা এবং ন্যায়বিচারের সংগ্রামে আমাদের ভাই ও বোন। ফিলিস্তিন-বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। আমাদের যৌথ সংগ্রাম অটুট থাকুক।”

উল্লেখ্য, ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানানো হয় এবং একাত্মতার ঘোষণা পাঠ করা হয়।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন