সর্বশেষ

সারাদেশ

আসন্ন সাংগ্রাই পোয়ে উৎসব উপলক্ষে আলীকদমে নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ধর্মীয় উৎসব সাংগ্রাই পোয়ে উদযাপন উপলক্ষে বান্দরবানের আলীকদমে নিরাপত্তা সংক্রান্ত এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে আলীকদম জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে এ সভার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার, আলীকদম থানার অফিসার ইন-চার্জ, বিভিন্ন কিয়াং ঘরের সভাপতি ও ভান্তেগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, উৎসবকেন্দ্রিক যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে এবং ইতোমধ্যেই টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

মেজর মোর্শেদ স্থানীয়দের উদ্দেশে বলেন, “আপনারা তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করুন। কোনওভাবেই সন্ত্রাসী ও চাঁদাবাজ গোষ্ঠীকে সহায়তা করবেন না।” তিনি জানান, নিরাপত্তার পাশাপাশি পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে প্রধান অতিথি তা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি সকল ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

সভা শেষে সবাইকে নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠান শেষ হয়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন