আজ ঘোষণা আসছে শিল্প খাতে গ্যাসের নতুন মূল্য

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৩:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শিল্প খাতে গ্যাসের নতুন মূল্য ঘোষণার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রোববার (১৩ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই নতুন দর ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বিইআরসির তথ্যমতে, বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা করে বিল দিয়ে থাকেন। এই বিদ্যমান গ্রাহকদের জন্য এই দর অপরিবর্তিত রাখা হবে। তবে নতুন সংযোগের ক্ষেত্রে গ্যাসের মূল্য ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হতে পারে।
এছাড়া পেট্রোবাংলা থেকে বিইআরসির কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, বিদ্যমান গ্রাহকদের (শিল্প ও ক্যাপটিভ) ক্ষেত্রে দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা অপরিবর্তিত রেখে নতুন এবং প্রতিশ্রুত (ইতোমধ্যে অনুমোদিত) গ্রাহকদের জন্য বাড়তি দর নির্ধারণ করার। প্রস্তাবে বলা হয়, প্রতিশ্রুত গ্রাহকদের জন্য অর্ধেক গ্যাস বিদ্যমান দরে এবং বাকি অর্ধেক ৭৫.৭২ টাকা দরে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন শিল্প ও ক্যাপটিভ গ্রাহকদের জন্যও গ্যাসের মূল্য বাড়িয়ে ৭৫.৭২ টাকা করার প্রস্তাব করা হয়।
গত ২৬ ফেব্রুয়ারি এই প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে পেট্রোবাংলা জানায়, প্রস্তাবিত মূল্য কার্যকর না হলে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ঘাটতি হবে প্রতিষ্ঠানটির।
তবে প্রস্তাবিত এই মূল্যবৃদ্ধির ব্যাপারে ব্যাপক সমালোচনা উঠেছে। শুনানিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তীব্র আপত্তি জানান। বিশেষ করে একই শিল্প খাতে দুই ধরনের দাম নির্ধারণের প্রবণতার কড়া বিরোধিতা করেন তারা। তাদের দাবি, এতে বিদ্যমান ও নতুন শিল্পের মধ্যে অসাম্য তৈরি হবে, যা প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলবে।
১১৯ বার পড়া হয়েছে