মাগুরায় শিশুর ধর্ষণ ও হত্যা: এক মাসেও শেষ হয়নি তদন্ত

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৩:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার এক মাস পার হলেও এখনও শেষ হয়নি তদন্ত কাজ। বিচার শুরু তো দূরের কথা, তদন্ত প্রতিবেদনই এখনো আদালতে জমা পড়েনি।
ফলে ক্ষোভে ফুঁসছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
গত ৬ মার্চ মাগুরার শালিখা উপজেলার হাজরাপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী এক শিশু। সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে ১৩ মার্চ প্রাণ হারায় নিষ্পাপ শিশুটি। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে ক্ষোভ ও শোকের বহিঃপ্রকাশ।
প্রথম দিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, সাত দিনের মধ্যেই তদন্ত সম্পন্ন করে বিচারের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও মামলার অগ্রগতিতে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। এতে চরম হতাশ ও ক্ষুব্ধ শিশুটির পরিবার।
শিশুটির স্বজনরা জানান, তারা কেবল আশ্বাসই পাচ্ছেন, কিন্তু বিচার কাজের কোনো অগ্রগতি চোখে পড়ছে না। একই ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরাও। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ ঘটনায় শিশুটির বোনের স্বামী ও শ্বশুরসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে পুলিশের হাতে এসেছে ডিএনএ রিপোর্ট। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, প্রধান আসামি হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিলেছে ডিএনএ পরীক্ষায়। যদিও পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ খুলছে না।
এ বিষয়ে মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বলেন, “আমরা আশা করছি দুই-এক দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন আদালতে জমা পড়বে। এরপর দ্রুত বিচার কার্যক্রম শুরু হবে।”
এলাকাবাসীর একটাই দাবি—এ নৃশংস ঘটনায় যেন আর সময়ক্ষেপণ না করে, দ্রুতই দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়।
১২৪ বার পড়া হয়েছে