পহেলা বৈশাখে রাজধানীতে ১৩টি ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পহেলা বৈশাখে রাজধানীজুড়ে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
উৎসবের দিন ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় যান চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্রসিংসহ মোট ১৩টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে। এসব ক্রসিং হলো—বাংলামোটর, পুলিশ ভবন, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ, কদমফোয়ারা, হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ), দোয়েল চত্বর, রোমানা, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত এবং কাঁটাবন ক্রসিং।
পরিবর্তিত রুট নির্দেশনা
যান চলাচলে পরিবর্তন আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে। মিরপুর থেকে ফার্মগেট হয়ে শাহবাগমুখী যানবাহনগুলোকে বাংলামোটর হয়ে মগবাজার অভিমুখে যেতে হবে। গোলাপশাহ মাজার থেকে হাইকোর্টগামী যানবাহনগুলোকে কদমফোয়ারা হয়ে নাইটিঙ্গেল মোড়ে চলাচল করতে হবে। পাশাপাশি সায়েন্স ল্যাব থেকে শাহবাগ অভিমুখে কোনো গাড়ি চলাচল করতে পারবে না।
গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা
ডিএমপি নির্ধারিত কিছু এলাকায় গাড়ি পার্কিংয়ের অনুমতি দিয়েছে। এসব এলাকা হলো:
নেভি ক্রসিং থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত সড়ক
কাঁটাবন থেকে নীলক্ষেত ক্রসিং পর্যন্ত
দোয়েল চত্বর মোড় থেকে শহীদুল্লাহ হলের সামনের সড়ক
আবদুল গনি রোড
মৎস্য ভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা পর্যন্ত—এখানে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি থাকবে
পহেলা বৈশাখে মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
১২৩ বার পড়া হয়েছে