সর্বশেষ

সারাদেশ

বাংলা নববর্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করবে কুমারখালীর বাগুলাট হাইস্কুল

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া
ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ১২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজনে মেতে উঠেছে কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগুলাট মাধ্যমিক বিদ্যালয়।

এই উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক বর্ণিল আনন্দ শোভাযাত্রা, যা আমাদের সাংস্কৃতিক, ঐতিহ্য এবং নবজাগরণের প্রতীক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলবেন কুষ্টিয়া-৪ আসন তথা কুমারখালী-খোকসার গর্বিত সন্তান, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, এ্যাশিউর গ্রুপের চেয়ারম্যান এবং কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: শেখ সাদী। তিনি কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকার উত্তরা ক্লাবের ডোনার মেম্বার।

শোভাযাত্রার সভাপতিত্ব করবেন বাগুলাট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, সমাজসেবক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ বাবু। এই আনন্দ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মিসেস আসমা খাতুন।

এই আনন্দ শোভাযাত্রা শুধুই একটি উৎসব নয়, এটি আমাদের লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এতে অংশগ্রহণ করবেন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করবে এবং শেষ হবে বিদ্যালয় চত্বরে এসে।

আমন্ত্রণ রইলো সকলের প্রতি— আসুন, আমরা সবাই মিলে এই নববর্ষকে রাঙিয়ে তুলি আনন্দ, ঐতিহ্য ও ভালোবাসার রঙে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন