সর্বশেষ

ধর্ম

পাগলা মসজিদের দানবাক্স খুলতেই মিললো ব্যতিক্রমী ‘অদ্ভুত’ চিরকুট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খোলার সময় পাওয়া গেল বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ-রৌপ্য অলঙ্কারের পাশাপাশি বেশ কিছু ব্যতিক্রমধর্মী চিরকুট।

এর মধ্যে দুটি চিরকুট ইতোমধ্যে সামাজিকমাধ্যমে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

একটি চিরকুটে লেখা ছিল, ‘পাগলা চাচা শেখ হাসিনা কোথায়?’, আরেকটিতে লেখা—‘ড. ইউনুস স্যার-কে আরও পাঁচ বছর চাই। আল্লাহ তুমি সহজ করে দাও’, যেখানে প্রেরকের নাম হিসেবে উল্লেখ ছিল ‘সাধারণ জনগণ’।

শনিবার (আজ) সকাল ৭টায় পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়। এ সময় নিরাপত্তার জন্য উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

দানবাক্সগুলো খুলে পাওয়া যায় ২৮ বস্তা টাকা। এরপর মসজিদের দোতালায় শুরু হয় অর্থ গণনার কাজ। এ কাজে অংশগ্রহণ করেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের অর্ধ শতাধিক কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৪০০ জন।

উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার এবং রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী।

জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, প্রায় ৪ মাস ১২ দিন পর এবার দানবাক্সগুলো খোলা হলো। এর আগে দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন