ওয়ার্ড আ.লীগের সদস্য হলেন উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শিবালয় উপজেলায় আব্দুল জলিল সম্প্রতি উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, যা নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
৯ এপ্রিল জেলা কৃষকদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়, যেখানে আব্দুল জলিলের নাম রয়েছে। তিনি উথলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং মাগুরাইল এলাকার বাসিন্দা।
আব্দুল জলিলের এই নিয়োগ নিয়ে উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি-সমর্থিত শামীম মোল্লা মারজান তার ফেসবুকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। আব্দুল জলিল জানান, তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, তবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছবি তোলার বিষয়টি সাধারণ প্রচারের অংশ ছিল।
উথলী ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবু বকর জানান, আব্দুল জলিল আওয়ামী লীগের কর্মকাণ্ডে তেমন সক্রিয় ছিলেন না। শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, তিনি আ: জলিলকে কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে জানাবেন।
১২০ বার পড়া হয়েছে