সর্বশেষ

সারাদেশ

ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার (১১ এপ্রিল) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর ও জেলা শাখা।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা-খুলনা রোডের আসিফ চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কে চত্ত্বরে এসে শেষ হয়। এ সময়, শিবির নেতারা গাজায় ইসরাইলি হামলা বন্ধে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার দাবি করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, “ফ্রি ফ্রি ফ্রি প্যালেস্টাইন”, যা বিশ্বের বিভিন্ন প্রান্তে ধ্বনিত হচ্ছে। বিক্ষোভ সমাবেশে শহর শাখার সভাপতি আল মামুন বলেন, “ইসরাইল মানবাধিকারের কথা বলার পরেও মুসলমানদের ওপর চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। এর তীব্র প্রতিবাদ জানাই।”

সমাবেশে শিবির নেতারা শেখ হাসিনার সরকারকে ইসরাইলের সঙ্গে গোপন চুক্তি ও আড়িপাতার প্রযুক্তি কেনার ব্যাপারে সমালোচনা করেন। তারা এসব চুক্তি প্রকাশের পাশাপাশি ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে জেলা সভাপতি ইমামুল হোসেন বলেন, "আজ আমাদের হৃদয় ক্ষতবিক্ষত, মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানাই।"

এছাড়া, শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিমসহ অন্যান্য নেতারা বক্তৃতা দেন।

বক্তারা বলেন, “যেসব বিশ্ব মোড়ল এবং জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নিরব থাকে, তাদের প্রয়োজন নেই। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।”

এদিনের বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা শহর ও জেলার ছাত্রশিবিরের সদস্যরা ব্যাপক অংশগ্রহণ করেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন