নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমির সীমানা নিয়ে মেহগনি গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনাটি আজ, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে ঘটেছে।
নিহতরা হলেন, বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই এলাকার মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচানদের বুধুরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জমিতে গাছ লাগিয়েছিলেন, যা পরবর্তীতে জমির সীমানা নিয়ে সমস্যা সৃষ্টি করে। গাছটি সাইফুল ইসলামের লাগানো হওয়ায়, উভয় পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম গতকাল বুধবার গাছটি কেটে ফেলে, যা পরবর্তীতে বিরোধের জন্ম দেয়। আজ সকালে সাইফুল ইসলামকে দেখে লালচান তাকে তার জমির অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ইসলাম ব্যস্ত থাকার কথা বলেন। এরপর লালচান ও তার সহযোগী কাশেম হাজীসহ ২০-২২ জন রামদা, কুড়াল, হাসুয়া নিয়ে সাইফুল ইসলামের ওপর আক্রমণ করেন। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৮-১০ জন আহত হন, তাদের মধ্যে আজিজুল ইসলামসহ ৪-৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল ইসলাম মারা যান।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানিয়েছেন, বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পুলিশ অভিযানে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।
১১৮ বার পড়া হয়েছে