জাতীয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফে আগুন দেয়ার পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
নববর্ষের মূল মোটিফে আগুন দেয়ার পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা

স্টাফ রিপোর্টার
শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফে আগুন দেয়ার পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো মোটিফে এক ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে।
আজ শনিবার দুপুরে সিসিটিভি ফুটেজটি পর্যালোচনা করার পর সাংবাদিকদের এ বিষয়ে তিনি তথ্য জানান। প্রক্টর বলেন, "সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে প্রথমে পর্দার আড়ালে প্রবেশ করতে দেখা যায়। এরপর তিনি মোটিফে একটি লিকুইড ঢেলে দেন। তারপর আড়ালে গিয়ে লাইটার দিয়ে আগুন পরীক্ষার জন্য জ্বালিয়ে মোটিফে আগুন ধরিয়ে দেন। এরপর তিনি সেই গেট দিয়েই বের হয়ে যান, যার মাধ্যমে তিনি ভিতরে প্রবেশ করেছিলেন।"
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর