সর্বশেষ

জাতীয়

‘মার্চ ফর গাজা’: রাজধানীর সড়কে মানুষের স্রোত, শাহবাগে গাড়ি চলছে না

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ ও ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানাতে আজ শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ নামে একটি গণজমায়েত।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ সমবেত হচ্ছেন এই কর্মসূচিতে।

সকাল থেকেই শাহবাগ, টিএসসি, বাংলামোটর, রমনা, কাকরাইল, নীলক্ষেত, বকশিবাজারসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসব পথ ব্যবহার করে মানুষজন পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছাতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজিত একটি ইভেন্টের মাধ্যমে কর্মসূচির পাঁচটি প্রবেশপথ নির্ধারণ করে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে বাংলামোটর থেকে রমনা গেট, কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, জিরো পয়েন্ট হয়ে দোয়েল চত্বর, বকশিবাজার হয়ে শহীদ মিনার এবং নীলক্ষেত থেকে সরাসরি টিএসসি গেট।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিএসসি এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে। অংশগ্রহণকারীদের হাতে দেখা গেছে নানা ধরনের ব্যানার, প্ল্যাকার্ড ও পতাকা। আয়োজকেরা কর্মসূচিতে রাজনৈতিক প্রতীক নিষিদ্ধ ঘোষণা করে কেবল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের আহ্বান জানিয়েছিলেন।

মিছিলের অংশ হিসেবে রাজধানীর রামপুরা, আফতাবনগর, বসুন্ধরা, ভাটারা, মিরপুর, ফার্মগেটসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উদ্যানে যোগ দেন। কেউ কেউ পিকআপ ভ্যানে করে, কেউবা ট্রেনের ছাদে চড়ে কর্মসূচিতে যোগ দিতে আসেন।

রাজনৈতিক দল ও সংগঠনগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতারা এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের বার্তা ছড়িয়ে পড়েছে।

গণজমায়েত কেন্দ্র করে শাহবাগ, কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ জানান, নিরাপত্তার স্বার্থে ফিলিস্তিনের পতাকা ছাড়া অন্য কোনো রাজনৈতিক বা উসকানিমূলক প্রতীক বহনে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

এদিকে, কর্মসূচির সময় মেট্রোরেল স্টেশনগুলোতেও দেখা গেছে অতিরিক্ত ভিড়। বেলা তিনটায় মূল গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন