আন্তর্জাতিক

আমিরাতে স্কুলে শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নে ফোন ও আইপ্যাড নিষিদ্ধ 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৮:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় স্কুলে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে।

এই নির্দেশনা দেশটির সব সরকারি ও বেসরকারি স্কুলে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, স্কুল চলাকালে ছাত্রছাত্রী, শিক্ষক, টেকনিক্যাল স্টাফ ও কর্মচারীদের মোবাইল ফোন, আইপ্যাডসহ যেকোনো অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করতে নজরদারি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। কোনো যৌক্তিক কারণ ছাড়া শিক্ষার্থীর অনুপস্থিতি রেকর্ড করা হবে এবং তা তার মূল্যায়ন প্রতিবেদনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানানো হয় নির্দেশনায়।

এছাড়া, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে ইমেইল ও এসএমএস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল ইউনিফর্ম পরিধান সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, শালীনতাবহির্ভূত ও অপ্রচলিত পোশাক বা স্টাইল পরিহার করতে বলা হয়েছে।

পরিবহন ব্যবস্থার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। শিক্ষার্থীরা স্কুলে যাওয়া-আসার জন্য একমাত্র either ব্যক্তিগত গাড়ি বা স্কুলবাস—এর যেকোনো একটি মাধ্যম ব্যবহার করতে পারবে। একসঙ্গে দুটি পরিবহন ব্যবস্থার সুবিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

শিক্ষার পরিবেশকে আরও কার্যকর ও নিয়ন্ত্রিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয়।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন