গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৮:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজা যুদ্ধ বন্ধে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জোরালোভাবে জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাব সৌদি আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ওই সম্মেলনে তিনি বলেন, “যুদ্ধবিরতির সঙ্গে গাজায় ত্রাণ প্রবেশকে শর্তযুক্ত করা উচিত নয়। খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে কোনো বাধা থাকা চলবে না।”
প্রিন্স ফয়সাল আরও বলেন, “গাজার জনগণকে মানবিক সহায়তা থেকেও বঞ্চিত করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য।” তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রায় দেড় মাস ধরে গাজা ইসরায়েলি অবরোধের মুখে রয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর মানবিক সংকট আরও তীব্র হয়। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জনগণকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব দেন। সৌদি আরব এই প্রস্তাবকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
সম্মেলনে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির চেষ্টাকে স্বাগত জানায় সৌদি আরব। প্রিন্স ফয়সাল জানান, এই প্রক্রিয়ায় তাদের আস্থা রয়েছে।
সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর মন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে গাজা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের বিরোধিতা করেন। এছাড়া ফিলিস্তিনি অথরিটির (পিএ) নেতৃত্বে এই তিন অঞ্চলকে একীভূত করার আহ্বান জানানো হয়।
ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণ কার্যক্রমেরও তীব্র নিন্দা জানানো হয় যৌথ বিবৃতিতে।
১২০ বার পড়া হয়েছে