গৃহস্থালী কাজে পানির ব্যবহার নিয়ে নির্ধারিত সীমা তুলে দিলেন ট্রাম্প

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গৃহস্থালী কাজে পানির ব্যবহারে সরকারের নির্ধারিত সীমা তুলে দিয়েছেন।
শুক্রবার ওভাল অফিসে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে তিনি এই সীমা তুলে দেওয়ার ঘোষণা দেন। এর মাধ্যমে তিনি ওবামা এবং বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া পানি সাশ্রয় নীতির অবসান ঘটালেন।
ওই নির্বাহী আদেশে শাওয়ার, থালা-বাসন ধোয়া, কাপড় কাচা এবং গাড়ি ধোয়ার মতো কাজগুলোতে পানির প্রবাহে আর কোনো সরকারি সীমা থাকছে না।
স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি শাওয়ার নিতে পছন্দ করি এবং আমার সুন্দর চুলের যত্ন নিতে চাই। কিন্তু শাওয়ারের পানি এত ধীরে পড়ে যে চুল ভিজতেই লাগে ১৫ মিনিট, এটা একেবারেই হাস্যকর।”
তিনি আরও বলেন, “হাত ধোয়ার সময় যদি পাঁচগুণ বেশি সময় লাগে, তাহলে মানুষ চলবে কীভাবে? আমরা সেই সীমাবদ্ধতাগুলো তুলে দিচ্ছি, যাতে মানুষ স্বাভাবিকভাবে বাঁচতে পারে।”
হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “পূর্ববর্তী প্রশাসনের নিয়মকানুনে সাধারণ গৃহস্থালী কাজগুলো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এখন থেকে পানির প্রবাহ হবে স্বাভাবিক, দুর্বল নয়।”
উল্লেখ্য, ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা পানির অপচয় রোধে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। পরে জো বাইডেন প্রশাসনও সেই নীতিকে সমর্থন করে। ১৯৯২ সালের ‘এনার্জি পলিসি অ্যাক্ট’-এর আওতায় বাসাবাড়ির পাইপলাইনে পানির প্রবাহে সীমা নির্ধারণ করা হয়েছিল। এর মাধ্যমে শুধু পানি নয়, বিদ্যুৎ সাশ্রয়ও সম্ভব হয় বলে মনে করা হয়।
পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বাসাবাড়ির দৈনন্দিন পানির ব্যবহারের অন্তত ২০ শতাংশই খরচ হয় শাওয়ারে।
১২০ বার পড়া হয়েছে