আবারও ভূমিকম্প: পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ২ মাত্রার কম্পন

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৮:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাপুয়া নিউ গিনির নিউ আয়ারল্যান্ড প্রদেশের উপকূলে শনিবার ভোরে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কোকোপো শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূ-পৃষ্ঠ থেকে ৭২ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়।
স্থানীয় কোকোপো বিচ বাংলো রিসোর্টের এক কর্মী ইমোঙ্ক অ্যাবেলিস জানান, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী ছিল। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাপুয়া নিউ গিনি ভূমিকম্পপ্রবণ একটি দেশ, কারণ এটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অংশ, যেখানে ভূ-তাত্ত্বিক প্লেটগুলোর সংঘর্ষের কারণে প্রায়ই ভূমিকম্প হয়।
এর মাত্র এক সপ্তাহ আগে, ৫ এপ্রিল স্থানীয় সময় সকালে নিউ ব্রিটেন আইল্যান্ডেও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৯। সেই ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার এবং এর কেন্দ্রস্থল ছিল কিম্বে শহর থেকে প্রায় ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরে সেটি তুলে নেয়া হয়।
১৩৮ বার পড়া হয়েছে