সর্বশেষ

আন্তর্জাতিক

বিহার ও নেপালে বজ্রপাত: এক সপ্তাহে প্রাণ গেল ৬৯ জনের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার ও প্রতিবেশী দেশ নেপালে সাম্প্রতিক বজ্রপাতের ঘটনায় এক সপ্তাহে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৯ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও আবহাওয়া সংস্থাগুলোর বরাতে এই তথ্য জানা গেছে।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, রাজ্যে বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনেই বজ্রপাতে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন, অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে নেপালেও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আরও আটজন।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, বিহারে সামনের দিনগুলোতেও ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে ভারতে বজ্রপাতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি বছর বজ্রপাতে প্রায় ১ হাজার ৯০০ জন মানুষের মৃত্যু হচ্ছে ভারতে।

উড়িষ্যার ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, ১৯৬৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক লাখ এক হাজারের বেশি মানুষ। এর মধ্যে ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিজ্ঞানীরা বারবার সতর্ক করে জানাচ্ছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বেড়ে চলেছে চরম আবহাওয়াজনিত দুর্যোগ—যার মধ্যে রয়েছে হঠাৎ বন্যা, অতিবৃষ্টি ও প্রাণঘাতী বজ্রপাত।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন