সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা শুরু, ওমানে মিলিত হচ্ছেন শীর্ষ নেতারা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৭:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বহু প্রতীক্ষিত উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। শনিবার ওমানের রাজধানী মাস্কাটে এই আলোচনায় মুখোমুখি বসছে দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল।

২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার পর এই প্রথমবারের মতো দুই দেশের মধ্যে এমন সরাসরি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার সকালে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, আরাঘচির নেতৃত্বে প্রতিনিধি দল মাস্কাটের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছে।

আলোচনার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি চাই ইরান একটি চমৎকার, মহান, সুখী দেশ হোক। কিন্তু তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।”

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেন, তেহরান একটি "বাস্তব ও ন্যায্য" চুক্তির সন্ধান করছে এবং বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, "ওয়াশিংটন যদি সদিচ্ছা দেখায়, তাহলে অগ্রগতির পথ সুগম হবে।"

তবে আলোচনার পদ্ধতি নিয়ে এখনও কিছু মতভেদ রয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনার পক্ষে থাকলেও, ইরান একটি মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষ আলোচনার ওপর জোর দিচ্ছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে বৈঠকের পর প্রতিনিধি দল পরোক্ষ আলোচনায় বসবে বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ।

বিকেলে মধ্যস্থতাকারী হিসেবে বুসাইদির কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছে দুই পক্ষই।

প্রসঙ্গত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এই আলোচনার ঘোষণা দেন, যেখানে তিনি ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন