হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা প্রতিহত করল ইসরায়েল, একটি বিধ্বস্ত জর্ডানে

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলের দিকে ছোড়া হুথি বিদ্রোহীদের একটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে ইসরায়েলি বিমান বাহিনী (IAF)।
শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিবৃতিতে জানানো হয়, ড্রোনটি পূর্ব দিক থেকে ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের চেষ্টা করেছিল।
তবে ড্রোনটি কীভাবে ধ্বংস করা হয়েছে কিংবা তার ধ্বংসাবশেষ কোথায় পড়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অন্যদিকে, জর্ডানের একটি সামরিক সূত্র জানিয়েছে, তাদের ভূখণ্ডে আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ওই ড্রোনটির উৎস সম্পর্কে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে সেটিও হুথি বিদ্রোহীদের পাঠানো।
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত অধিকৃত জাফা অঞ্চলে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে দুটি ড্রোন পাঠানো হয়েছিল।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। যদিও অধিকাংশ হামলাই ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় বাধাপ্রাপ্ত হয়েছে।
হুথিদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তারা নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে আছে এবং তাদের সমর্থন অব্যাহত থাকবে। “আমরা পিছু হটবো না, এই লড়াই থামবে না,”—বলা হয়েছে বিবৃতিতে।
১৩৩ বার পড়া হয়েছে