সর্বশেষ

আন্তর্জাতিক

দিল্লিতে ভয়াবহ ধুলোঝড়: ২০০ ফ্লাইট বিলম্বিত, শত শত যাত্রী বিপাকে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের রাজধানী দিল্লিতে হঠাৎ করে ভয়াবহ ধুলোঝড়ের কবলে পড়ে গুরুতর বিমান চলাচল বিঘ্নিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া এই দুর্যোগের কারণে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর (IGI) কার্যত অচল হয়ে পড়ে।

দূরত্ব নির্ধারণের অক্ষমতা এবং দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় বহু ফ্লাইট দিল্লিতে নামতে পারেনি, বরং চণ্ডীগড়সহ নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে। দিল্লি বিমানবন্দর সূত্র জানায়, অন্তত ২০০টির বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে, এবং অনেক ফ্লাইট বাতিলও করা হয়েছে।

বিমানবন্দরের ভিতরে যাত্রীদের দীর্ঘসময় আটকে থাকা এবং পরিষেবা বিভ্রাটের কারণে টার্মিনাল ৩-এ পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন যাত্রীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাদের ভোগান্তির অভিজ্ঞতা শেয়ার করেছেন, এবং বিমানের কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

গত কয়েকদিন ধরে দিল্লি ও সংলগ্ন এলাকায় তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় ধুলোঝড় ও হালকা বৃষ্টি, যা শুক্রবার সন্ধ্যায় আরও ভয়াবহ আকার ধারণ করে।

আবহাওয়া অধিদপ্তর শুক্রবার রাতে দিল্লির জন্য লাল সতর্কতা জারি করেছে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আগামী কয়েকদিন এমন আবহাওয়ার স্থায়ীত্ব থাকতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও তারপর গরম আবার বাড়বে।

দিল্লির পাশাপাশি এই ধরণের প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ ও হরিয়ানার বিভিন্ন অঞ্চলেও।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন