জার্মানিতে তিন বছরের নাগরিকত্ব নিয়ম বাতিলের পথে নতুন সরকার

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৭:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জার্মানির নতুন সরকার তিন বছরে নাগরিকত্ব পাওয়ার নিয়ম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সদ্য গঠিত রক্ষণশীল সিডিইউ/সিএসইউ ও মধ্য-বামপন্থি এসপিডি’র জোট সরকার তাদের চুক্তিপত্রে এই পরিকল্পনার উল্লেখ করেছে।
গত ২৩ ফেব্রুয়ারির মধ্যবর্তী নির্বাচনের পর গঠিত হওয়া এই জোট সরকার জানিয়েছে, তারা পূর্ববর্তী সরকারের কিছু অভিবাসন আইন সংস্কার পুনর্বিবেচনা করবে। এর মধ্যে ওলাফ শলৎসের সরকারের অধীনে চালু হওয়া ‘তিন বছরে নাগরিকত্ব’ পাওয়ার বিধানটি বাতিলের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বিদায়ী সরকারের চালু করা নিয়ম অনুযায়ী, জার্মানিতে অন্তত তিন বছর বসবাস করে যারা সি১ লেভেলের জার্মান ভাষা দক্ষতা অর্জন করতে সক্ষম এবং সমাজে একীভূত হওয়ার যথাযথ প্রমাণ উপস্থাপন করতে পারত, তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারত।
তবে দীর্ঘদিন ধরেই সিডিইউ/সিএসইউ এই নিয়মের বিরোধিতা করে আসছিল। তাদের মতে, তিন বছরের মধ্যে নাগরিকত্ব প্রদান একটি তাড়াহুড়ো করা সিদ্ধান্ত এবং এটি দেশের স্বার্থের পরিপন্থী।
যদিও তিন বছরের নিয়মটি বাতিল করা হচ্ছে, তবে পাঁচ বছর জার্মানিতে বসবাসের পর নাগরিকত্ব পাওয়ার সুযোগটি বহাল থাকবে বলে জানিয়েছে সরকার।
এছাড়া নির্বাচনি প্রচারে আলোচনায় থাকা দ্বৈত নাগরিকত্ব বাতিল সংক্রান্ত কোনো বিধানও চূড়ান্ত চুক্তিতে রাখা হয়নি। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের অভিবাসীরাও আগের মতোই নিজ দেশের এবং জার্মানির পাসপোর্ট রাখতে পারবেন।
প্রসঙ্গত, সিডিইউ/সিএসইউ নির্বাচনকালীন প্রচারে দ্বৈত নাগরিকদের মধ্যে যারা সন্ত্রাসবাদ, ইহুদিবিদ্বেষ বা চরমপন্থায় জড়িত, তাদের নাগরিকত্ব বাতিলের প্রস্তাব দিয়েছিল। যদিও এসপিডি এবং বিভিন্ন অভিবাসন সংস্থা এই প্রস্তাবের তীব্র সমালোচনা করে। শেষ পর্যন্ত নতুন সরকার বিতর্কিত ওই প্রস্তাবটিকে অন্তর্ভুক্ত করেনি।
১২১ বার পড়া হয়েছে