যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছোট বিমান দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৭:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের প্রাণহানি ঘটেছে। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে ফ্লোরিডার বোকা র্যাটন বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, সেসনা ৩১০ মডেলের বিমানটি স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়। বিমানটি বোকা র্যাটন থেকে উড্ডয়নের পর টালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
বোকা র্যাটন ফায়ার রেসকিউর সহকারী প্রধান মাইকেল লাসাল জানান, ঘটনাস্থলে উদ্ধারকারীরা তিনজনের মরদেহ খুঁজে পান। বিমানের বাইরে পড়ে থাকা একজনকে জীবিত উদ্ধার করা হয়। তিনি বলেন, “আহতের অবস্থা স্থিতিশীল এবং তার প্রাণহানির আশঙ্কা নেই।”
বিমানের বিধ্বস্ত হওয়ার আগে পাইলট রাডারে ত্রুটির কথা জানিয়েছিলেন বলে জানিয়েছে দুর্ঘটনা সম্পর্কে অবগত একটি সূত্র।
এনবিসি সাউথ ফ্লোরিডার খবরে বলা হয়, বিমানটি ফের বোকা র্যাটনের বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিমানটিকে খুব নিচু দিয়ে উড়তে ও কাঁপতে দেখেছেন।
ফ্লাইট প্রশিক্ষণার্থী জ্যারেড স্কারপাটো বলেন, "আমি আমার প্রশিক্ষকের সঙ্গে বাইরে ছিলাম, হঠাৎ দেখি একটি বিমান খুব দ্রুত এবং নিচু দিয়ে উড়ে যাচ্ছে।"
প্রসঙ্গত, এই ঘটনার মাত্র একদিন আগে নিউইয়র্কে হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু ঘটে, যাদের মধ্যে তিনজন শিশু ছিল। নিহতদের পাঁচজন স্পেনের নাগরিক এবং একজন ছিলেন পাইলট।
১২৩ বার পড়া হয়েছে