সুন্দরগঞ্জে জমি বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, পরিবার ঘরছাড়া

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক পরিবারের বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য আইয়ুব আলী সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে জানান, একই গ্রামের মমতাজ আলীর সঙ্গে তাদের ৪৯ শতক ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার সকালে মমতাজ আলী ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।
হামলার সময় আইয়ুব আলী ও তার পরিবারের সদস্যরা জীবন বাঁচাতে বাড়ি ছেড়ে পালিয়ে গেলে প্রতিপক্ষ সদস্যরা বসতবাড়িতে ভাঙচুর চালায় এবং ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এমনকি ভাঙচুর শেষে বসতবাড়ির কাঠামোও তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তার অভাবে বাড়িছাড়া হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
আইয়ুব আলী বলেন, “মমতাজ ও তার লোকজন সন্ত্রাসী কায়দায় বাড়িঘরে হামলা চালিয়ে সব কিছু লুটে নেয়। এমনকি বসতবাড়ি পর্যন্ত তুলে নিয়ে গেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
স্থানীয় এক বাসিন্দা জোবেদা খাতুন জানান, “ঘরবাড়ি লুটপাট করতে গেলে আমরা বাধা দিতে চাইলে তারা দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। এমন নৃশংস ঘটনার বিচার হওয়া প্রয়োজন।”
এদিকে অভিযুক্ত মমতাজ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
১১৭ বার পড়া হয়েছে