সর্বশেষ

খেলা

পিএসএল অভিষেকের আগেই দেশে ফিরছেন লিটন

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারের মৌসুমে করাচি কিংসের হয়ে অভিষেক হওয়ার কথা ছিল লিটন দাসের।

আজই মুলতান সুলতান্সের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার সম্ভাবনাও ছিল বাংলাদেশি এই উইকেটকিপার-ব্যাটারের।

কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়েনি লিটনের। মাঠে নামার আগেই চোটে পড়েছেন তিনি। করাচির হয়ে অভিষেক না ঘটেই শেষ হয়ে গেছে তার পিএসএল যাত্রা।

গতকাল অনুশীলনের সময় আঙুলে চোট পান লিটন। শুধু একটি নয়, একাধিক আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। চিকিৎসকের মতে, এই চোট থেকে সেরে উঠতে তাকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ফলে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছেন তিনি।

এরই মধ্যে করাচি কিংসের ক্যাম্প ছেড়ে দিয়েছেন লিটন এবং দেশে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

৩০ বছর বয়সী লিটন এর আগে আইপিএল, এলপিএল ও সিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিলেও, পিএসএল ছিল তার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা হওয়ার কথা। বিসিবির কাছ থেকে পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্রও পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্রথম ম্যাচে মাঠে নামার আগেই থেমে গেল তার প্রথম পিএসএল অধ্যায়।

এক সাক্ষাৎকারে লিটন বলেছেন, ‘আমি নিজেকে আনলাকি প্লেয়ার ভাবি।’ আর সেই কথাটাই যেন বাস্তবে রূপ নিল—অভিষেকের আগেই অনুশীলনে চোট পেয়ে ফিরতে হলো তাকে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন