সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় খাদ্য ও চিকিৎসার চরম সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ ডব্লিউএইচও'র

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক এক সপ্তাহে জাতিসংঘের পাঠানো ত্রাণের ৭৫ শতাংশই গন্তব্যে পৌঁছাতে দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন সেখানকার অসহায় মানুষ।

ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, “গাজায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। টানা অবরোধের কারণে অসংখ্য মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না।” তিনি আরও জানান, চলমান সংঘাত শুরুর পর থেকে ইতোমধ্যেই ৪০০-র বেশি স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। শুধু ২৩ মার্চেই ইসরায়েলি হামলায় নিহত হন ১৫ জন চিকিৎসা ও ত্রাণকর্মী।

তিনি আরও বলেন, “গাজার জনগণ বর্তমানে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহ নিশ্চিত করা, আহতদের সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি এবং যুদ্ধবিরতি কার্যকর করাই এখন সবচেয়ে প্রয়োজন।”

ডব্লিউএইচও-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গাজার হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়েছে। প্রয়োজনীয় ওষুধের ঘাটতি চরমে, ভেঙে পড়েছে পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও। বর্তমানে একজন মানুষ দিনে গড়পড়তায় মাত্র ৩ থেকে ৫ লিটার পানি পাচ্ছে, যা দৈনন্দিন চাহিদার তুলনায় অনেক কম।

এই পরিস্থিতিতে সৌদি আরবসহ একাধিক দেশ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে, যেন গাজায় ত্রাণ প্রবেশে আর কোনো বাধা না দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। (সূত্র: দ্য নিউ আরব)

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন