সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি—প্রায় ৬১ হাজার ৭০০। অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, এবং ধারণা করা হচ্ছে তারাও মারা গেছেন।

তবে, সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের ধারাবাহিক বোমা হামলায় এ পর্যন্ত ৫০ হাজার ৯১২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজার ৯৮১ জন।

 

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় প্রাণহানি ব্যাপকভাবে বেড়েই চলেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ৯০০ পেরিয়ে গেছে। জাতিসংঘের বিশ্লেষণ অনুযায়ী, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে গাজায় অন্তত ৩৬টি হামলায় শুধুমাত্র নারী ও শিশুরাই প্রাণ হারিয়েছে।


এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, “গাজায় যেভাবে বেসামরিক মানুষদের হত্যা করা হচ্ছে, তা যদি বর্বরতা না হয়, তাহলে আর কী?”

শুক্রবার ভোর থেকে ইসরায়েলের নতুন এক দফা হামলায় আরও অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আবারও আক্রমণ শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫৪২ জন নিহত হয়েছেন।

এই বিপর্যয়ের সূচনা ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাস হঠাৎ করে ইসরায়েল সীমান্তে হামলা চালায়। এরপর থেকেই গাজায় ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো অব্যাহত রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস সতর্ক করেছেন যে, ইসরায়েলের ত্রাণ অবরোধের ফলে গাজায় রোগ ও মৃত্যুর হার আরও বেড়ে যেতে পারে। তার মতে, সেখানে কমপক্ষে ১০ হাজার মানুষকে চিকিৎসার জন্য বিদেশে স্থানান্তর করা জরুরি।

গত ১৮ মার্চ থেকে ইসরায়েল বড় ধরনের স্থল ও বিমান অভিযান শুরু করে, যুদ্ধবিরতি উপেক্ষা করে। বর্তমানে গাজার প্রায় ৫০ শতাংশ অঞ্চল ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। ফলে অধিকাংশ ফিলিস্তিনি নিজেদের ভূমিতে নিরাপত্তাহীন এবং বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন