শোভাযাত্রার জন্য তৈরি দুটি মোটিফে আগুন লাগা রহস্যজনক : ফায়ার সার্ভিস

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৫:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার জন্য তৈরি দুটি মোটিফে আগুন লাগার ঘটনাকে রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস।
এই ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ জানায়, আজ শনিবার ভোর ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ব্যবস্থা নেয়। পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৫টা ২২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, “নববর্ষের শোভাযাত্রার জন্য অনেক মোটিফ তৈরি হয়েছে। তবে শুধু দুটি নির্দিষ্ট মোটিফে আগুন লাগা সন্দেহজনক। এটা একেবারে স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে না।”
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ বলা যাচ্ছে না। তিনি আশ্বাস দেন, আগুন লাগার পেছনের রহস্য দ্রুত উদ্ঘাটন করা হবে।
এদিকে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত দুইটি মোটিফ ছিল—‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’। কেন এই দুটি মোটিফেই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে এবং তদন্ত কার্যক্রম চলছে।
১২৪ বার পড়া হয়েছে