সর্বশেষ

জাতীয়

ফজরের নামাজ আদায়ের ফাঁকেই ঘটানো হয়েছে অগ্নিকাণ্ড: প্রক্টর 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, ঘটনার সময় দায়িত্বে থাকা নিরাপত্তা টিম ফজরের নামাজ আদায়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ঠিক সে সময়েই আগুন লাগানোর ঘটনাটি ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে তৈরি করা প্রতীকী মোটিফগুলোর মধ্যে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ নামক একটি মোটিফ আগুনে পুড়ে গেছে। কে বা কারা এটি পুড়িয়ে দিয়েছে, তা জানা না গেলেও ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছে অনুষদ কর্তৃপক্ষ।

আজ শনিবার সকালে চারুকলা অনুষদ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে চারুকলার ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পয়লা বৈশাখ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা নানা প্রতীকী মোটিফ তৈরি করেন। এ বছর প্রতিপাদ্য নির্ধারিত হয় “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”—যা সম্প্রতি ঘটে যাওয়া জুলাই-আগস্টের গণ-আন্দোলনের চেতনার ধারাবাহিকতা। সেই প্রতিপাদ্য অনুযায়ী মূল আকর্ষণ ছিল একটি বিশাল প্রতীকী দানবীয় মুখাকৃতি, যেটিকে ফ্যাসিবাদের রূপ হিসেবে উপস্থাপন করা হয়।

প্রায় ২০ ফুট উচ্চতার এই মোটিফটি বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয়। এতে বিশালাকৃতির নাক, দাঁত বের করা হাঁ করা মুখ, ভয়ার্ত চোখ ও মাথায় চারটি খাড়া শিংসহ একটি নারীর চেহারা ফুটিয়ে তোলা হয়। অনেক দর্শনার্থী একে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে মনে করেছিলেন।

চারুকলা অনুষদের দক্ষিণ পাশের গেটসংলগ্ন জায়গায় প্যান্ডেলের ভেতরে অন্যান্য মোটিফের সঙ্গে এটি রাখা হয়েছিল। ভোররাতে, আনুমানিক ৪টা ৫০ মিনিটে, আগুন লেগে এই মুখাকৃতির মোটিফটি পুড়ে যায়। আগুনে শান্তির প্রতীক হিসেবে তৈরি 'শান্তির পায়রা' মোটিফটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন