সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, মহাসড়কে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি  
কুষ্টিয়া প্রতিনিধি  

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ফিরোজ হ্যাচারির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নয়ন ইসলাম (২৫) ও রনি (২৬)। তারা কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজে কর্মরত ছিলেন এবং প্রতিদিনের মতো অফিসে যাচ্ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে বটতৈল মোড়ের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা দাবি জানান, বাসের মালিককে ঘটনাস্থলে হাজির না করা পর্যন্ত মরদেহ সরাতে দেবেন না।

চৌড়হাস হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়দেব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও মরদেহ উদ্ধার কার্যক্রমে বাধা দিচ্ছেন এলাকাবাসী। তাদের দাবি, দায়ী বাসের মালিককে ঘটনাস্থলে আনতে হবে।

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, সড়ক অবরোধের বিষয়ে অবহিত হয়েছি। পরিস্থিতি শান্ত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন