চারুকলায় পুড়ে গেছে ফ্যাসিস্ট মুখোশ, নববর্ষের প্রস্তুতি আঘাত- কমবে না উদ্দীপনা

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৫:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের জন্য তৈরি করা ফ্যাসিস্টের প্রতীকী মুখাকৃতি আগুনে পুড়ে গেছে।
শনিবার (১২ এপ্রিল) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, "আমাদের অনুমান ভোর পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।"
ঘটনাস্থলে দেখা যায়, আগুনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ‘ফ্যাসিস্টের মুখ’ ও ‘শান্তির প্রতীক পায়রা’—এই দুটি গুরুত্বপূর্ণ প্রতীকী মোটিফ। নববর্ষের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হিসেবে এগুলো তৈরি হচ্ছিল।
চলতি বছর বাংলা নববর্ষের শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’, যা ২০২৩ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের চেতনা থেকে অনুপ্রাণিত।
এছাড়া এবার থেকে শোভাযাত্রার নামেও এসেছে পরিবর্তন। এতদিন যে আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত ছিল, এবার তা হচ্ছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে। চারুকলা অনুষদের আয়োজনে এই শোভাযাত্রা নববর্ষ উদযাপনের কেন্দ্রীয় আয়োজন হিসেবে রাজধানীর রাস্তায় বের হবে।
যদিও আগুনে কিছু প্রতীক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবু আয়োজকরা জানিয়েছেন, নববর্ষ উদযাপনের প্রস্তুতিতে উদ্দীপনা ও কর্মকাণ্ডে কোনো ঘাটতি থাকবে না।
১২১ বার পড়া হয়েছে