সাভারে চলন্ত বাসে ছিনতাই, নারীদের স্বর্ণালংকার লুট

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ১২:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার উপকণ্ঠ সাভারে দিনদুপুরে একটি যাত্রীবাহী বাসে চালককে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে ‘সাভার পরিবহন লিমিটেড’-এর একটি বাসে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে জানা যায়, বাসটি গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। পুলিশ টাউন সেতুর কাছে পৌঁছালে যাত্রীবেশে থাকা ৩ থেকে ৪ জন যুবক হঠাৎ ধারালো ছুরি বের করে চালককে জিম্মি করে বাস থামিয়ে দেন। পরে তাঁরা বাসে থাকা নারী যাত্রীদের কাছ থেকে সোনার চেইনসহ অন্যান্য স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এরপর দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ব্যাংক টাউন এলাকার বাসিন্দা তায়েফুর রহমান জানান, ছিনতাইকারীদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাঁরা সম্ভবত কাছাকাছি কোনো বাসস্ট্যান্ড থেকে বাসে উঠেছিলেন। ছিনতাইকারীরা তাঁর স্ত্রীর গলার চেইনও লুট করেছে বলে তিনি জানান। বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন।
ঘটনার পর বাসটি গাবতলী পৌঁছালে ক্ষুব্ধ যাত্রীরা চালককে মারধর করে এবং স্থানীয় একটি কাউন্টারে আটক করে রাখে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “বাসে ছিনতাইয়ের একটি অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, এর আগেও একই এলাকায় চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতির একাধিক ঘটনা ঘটেছে। গত ২ মার্চ ও ৪ এপ্রিল যথাক্রমে ‘রাজধানী পরিবহন’ ও ‘ইতিহাস পরিবহন’-এর বাসে একই ধরনের ঘটনা ঘটে।
ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে ৫ এপ্রিল থেকে ঢাকা জেলা পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে নজরদারি কার্যক্রম চালালেও শুক্রবারের এই ঘটনার পুনরাবৃত্তি নতুন করে প্রশ্ন তুলেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
১২৮ বার পড়া হয়েছে