মার্কিন পণ্যের ওপর নতুন করে শুল্ক বৃদ্ধির ঘোষণা চীনের

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ১২:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চীন মার্কিন পণ্যের ওপর নতুন করে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যা আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে।
দেশটির অর্থমন্ত্রী আজ শুক্রবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যে এবার সর্বোচ্চ ১২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর আগে গত বুধবারও চীন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৮৪ শতাংশ হারে শুল্ক বসায়।
এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের আগের শুল্ক নীতিও বড় ভূমিকা রেখেছে। সম্প্রতি, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চীন থেকে আমদানিকৃত প্রায় সব পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর করেছে। যদিও যুক্তরাষ্ট্র তিন মাসের জন্য অন্যান্য দেশের ওপর পাল্টা শুল্ক স্থগিত করেছে, চীনের বেলায় উচ্চ শুল্ক অব্যাহত রেখেছে।
বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের 'অস্বাভাবিক উচ্চ শুল্ক' আন্তর্জাতিক বাণিজ্যনীতি, অর্থনৈতিক নিয়ম এবং ন্যায্যতার পরিপন্থী। চীনের ভাষায় এটি একতরফা চাপ ও শক্তি প্রয়োগের উদাহরণ। তবে চীন স্পষ্ট করেছে, তারা এখন আর যুক্তরাষ্ট্রের নতুন কোনো শুল্কের জবাব দেবে না।
ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির সূত্র ধরে কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছেই। পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে এই সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে।
বিবিসির বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র প্রস্তুত। তবে যদি অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের শর্ত না মানে, তাহলে ৯০ দিন পর আবার পাল্টা শুল্ক আরোপ করা হবে।
যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব অনুসারে, ২০২৪ সালে চীন-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৫৮২.৪ বিলিয়ন ডলার। তবে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) সতর্ক করেছে, চলমান এই শুল্কযুদ্ধের কারণে দুই দেশের বাণিজ্য ৮০ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।
১২৫ বার পড়া হয়েছে