সর্বশেষ

জাতীয়

মঙ্গল শোভাযাত্রার নতুন নাম ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার নতুন নাম ঘোষণা করা হয়েছে।

এবার থেকে এই শোভাযাত্রা ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে পরিচিত হবে। এর আগে এটি ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত ছিল।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বাংলা নববর্ষ ১৪৩২ এবং পয়লা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বর্ষবরণের নানা আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

চারুকলা অনুষদ ১৯৮৯ সাল থেকে নিয়মিতভাবে পয়লা বৈশাখে শোভাযাত্রার আয়োজন করে আসছে। শুরুর দিকে শোভাযাত্রার নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। পরে নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে অশুভ শক্তিকে প্রতিহত করে শুভবোধ জাগ্রত করার আহ্বানে এর নামকরণ করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’।

২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেসকো এই ‘মঙ্গল শোভাযাত্রা’কে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন