জাতীয়
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে একটি ভূমিকম্প অনুভূত হয়।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ১২:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে একটি ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। তিনি জানান, এটি একটি হালকা ধরনের ভূমিকম্প ছিল, যার উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের পার্শ্ববর্তী এলাকায়।
রুবাইয়াত কবীর আরও বলেন, ভূমিকম্পের মাত্রা ৪ হলে সেটিকে সাধারণত স্বল্প থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে ধরা হয়।
১৩৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর