পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন এক ছাত্রাবাস থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাবিপ্রবির ১০ তলা ভবন থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে।
পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকের মৃত্যু কয়েকদিন আগে ঘটেছে এবং এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহটি মেঝেতে পড়ে ছিল, এবং গলায় রশী বাঁধা ছিল। পুলিশ সুপার আরও বলেন, "মনে হচ্ছে, কয়েকদিন আগে আত্মহত্যার পর মরদেহের ওজন বেড়ে গিয়ে দড়িটি ছিঁড়ে নিচে পড়ে গেছে।"
এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম ঘটনাস্থলে কাজ করছে এবং সাথে একটি স্মার্টফোন পাওয়া গেছে। পুলিশ এই স্মার্টফোনের মাধ্যমে তদন্ত এগিয়ে নিয়ে যাবে।
পাবিপ্রবির উপ-পাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, "আমরা ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশকে জানাই। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে, এবং তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।"
১৩৬ বার পড়া হয়েছে