সর্বশেষ

সারাদেশ

ভারতে পাচার হওয়া ৬ নারী বেনাপোলে হস্তান্তর

শেখ ফারহান সাদাফ, বেনাপোল 
শেখ ফারহান সাদাফ, বেনাপোল 

বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভালো কাজের আশ্বাসে প্রলুব্ধ হয়ে ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি নারী দীর্ঘ পাঁচ বছর পর ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে এসেছেন।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে।

ফিরে আসা নারীরা হলেন—আনজু খাতুন, রাশিদা বেগম, ইয়াসমিন খাতুন, রজিনা পারভিন, তাছলিমা খাতুন এবং শারমিন আক্তার। তারা যশোর ও মাগুরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ জানান, ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের আইনি সহায়তা ও পুনর্বাসনের জন্য দায়িত্ব নেয়।

‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত হোসেন জানান, এই নারীরা উন্নত জীবনের আশায় দালালদের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে প্রবেশ করেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন এবং আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থা ‘কাজবুজি জিআইসি সেল্টারহোম’-এ স্থানান্তরিত হন। পরে দুই দেশের মধ্যকার সমন্বয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন