সর্বশেষ

সারাদেশ

দুখু মিয়ার দু:খ ঘুচাতে ছাত্রসমাজের উপহার অটোরিকশা

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে পাবনার ঈশ্বরদীর দরিদ্র রিকশাচালক দুখু মিয়া (৫২) পেলেন এক অভিনব সম্মাননা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক আয়োজনে তাকে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়, যার মূল্য এক লাখ দশ হাজার টাকা।

এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাদককে না বলুন - মানাব’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও তাঁদের পরিবারের আর্থিক সহযোগিতায় কেনা হয়েছে এই অটোরিকশাটি। অনুষ্ঠানে দুখু মিয়ার হাতে অটোরিকশার চাবি তুলে দেওয়ার পাশাপাশি তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

‘মানাব’-এর সভাপতি মাসুম পারভেজ কল্লোল বলেন, “দুখু মিয়া তার ভাঙা রিকশা চালিয়ে অনেক কষ্টে পরিবার চালান। স্ত্রী, দুই মেয়ে ও এক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তার সংসার। আন্দোলনের সময় তিনি ছাত্রদের পাশে থেকে নিরলস সহযোগিতা করেছেন। এমনকি ঢাকার লংমার্চেও অংশ নিয়েছেন, যেখানে কাঁদানে গ্যাসে তার এক চোখ ক্ষতিগ্রস্ত হয়। তিনি গভীর রাতে পালিয়ে থাকা শিক্ষার্থীদের নিরাপদে পৌঁছে দিতেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে দিতেন। তার ভূমিকা ছিল নিঃস্বার্থ ও সাহসী।”

ঈশ্বরদীর ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহিম মেহরাব বলেন, “আন্দোলনের প্রতিটি ধাপে আমরা দুখু মিয়াকে পাশে পেয়েছি। তার অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসা আমাদের নাড়া দিয়েছে। এই উপহার আমাদের তরফ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মাত্র।”

অটোরিকশা পেয়ে আবেগে ভেসেছেন দুখু মিয়া। তিনি বলেন, “ছাত্ররা আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, তা আমি কখনো ভুলব না। আমি কোনো কিছু পাওয়ার আশায় তাদের সাহায্য করিনি, করেছি মন থেকে। আজ ওরা আমার পাশে দাঁড়িয়েছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।”

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন