সর্বশেষ

সারাদেশ

পাবনায় নারী হত্যা মামলার প্রধান আসামি জিয়া সরদার গ্রেফতার

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে সজিরন খাতুন (৪০) নামের এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জিয়াউর রহমান ওরফে জিয়া সরদারকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৯ এপ্রিল) রাতে পাবনা সদর উপজেলার মালিগাছা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১২ এর একটি দল তাকে আটক করে। গ্রেফতার হওয়া জিয়া সরদার চর বলরামপুর গ্রামের ইসাহাক সরদারের ছেলে।

নিহত সজিরন খাতুন একই উপজেলার পশ্চিম চর বলরামপুর গ্রামের মৃত হেকমত আলী প্রামানিকের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা হয়ে বাবার বাড়িতেই বসবাস করছিলেন।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ৩১ মার্চ বিকেলে ভাঁড়ারা ইউনিয়নের একটি ইটভাটায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সেদিন রাত ১০টার দিকে পশ্চিম চর বলরামপুর এলাকায় সজিরন খাতুনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।

আহত অবস্থায় সজিরনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই ঘটনায় নিহতের ভাই আব্দুল গফুর প্রামানিক বাদী হয়ে ১ এপ্রিল পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০১)। মামলায় জিয়া সরদারকে প্রধান আসামি করে মোট ২০ জনকে নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

র‌্যাব-১২ এর অভিযানিক দল এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় মালিগাছা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন