সর্বশেষ

ধর্ম

আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরাহ স্থগিত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ ৭:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। এই সময়ে শুধুমাত্র হজ পারমিটধারীরা ওমরাহ করার অনুমতি পাবেন।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এবং পবিত্র স্থানগুলোর ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রতিবছরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে সৌদি নাগরিক, প্রবাসী এবং অন্যান্য ভিসাধারীরা এই সময়ে ওমরাহ পালন করতে পারবেন না।

এছাড়াও, মন্ত্রণালয় জানিয়েছে যে, যারা ২৯ এপ্রিলের আগে সৌদি আরব থেকে বেরিয়ে যাবেন না, তারা সৌদির ভিসা আইন ও হজ নীতিমালা লঙ্ঘন করবেন। এই পরিস্থিতিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ বছর পবিত্র হজের পূর্বে যারা সৌদি আরব ওমরাহ করতে যাবেন, তাদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়তে হবে, অন্যথায় তাদের ভিসা বাতিল হতে পারে এবং তারা শাস্তির সম্মুখীন হবেন।

৩৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন