আন্তর্জাতিক
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্প্রতি ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
ইসরায়েল লক্ষ্য করে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সৌদি আরবে ভূপাতিত

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ ৪:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্প্রতি ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
৯ এপ্রিল রাতে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল নয়, বরং সৌদি আরবে গিয়ে পড়ে এবং সেখানেই ধ্বংস হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের জন্য হুমকি ছিল না, তাই কোনো সাইরেনও বাজানো হয়নি। মার্চের মাঝামাঝি যুদ্ধবিরতির পর হুতিরা ১৮টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে, যার অধিকাংশই ভূপাতিত হয় বা লক্ষ্যভ্রষ্ট হয়।
হুতিদের এমন তৎপরতা সৌদি আরবকেও উদ্বিগ্ন করছে, কারণ গোষ্ঠীটি তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে বিবেচিত। ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলমান, যেখানে ইরান হুতিদের প্রধান সমর্থক এবং সৌদি নেতৃত্বাধীন জোট বিদ্রোহীদের দমনে সক্রিয়। দীর্ঘমেয়াদি সংঘাত ইয়েমেনকে ভয়াবহ মানবিক সংকটে ফেলে দিয়েছে।
১৫৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর