‘মা আমাকে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন’

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্কুলজীবনের একটা বড় সময় মাকে ছাড়াই কেটেছে।
তাই এখন আরও বেশি করে মায়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। গতকাল মঙ্গলবার মায়ের জন্মদিনে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন।
মা চিত্রা চট্টোপাধ্যায়ের জন্মদিনে দুজনের একসঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন বিবৃতি। অভিনেত্রীর কথায়, তাঁদের সম্পর্ক অনেকটা ‘টম অ্যান্ড জেরি’র মতো। মায়ের জন্মদিনে পেশাগত কাজও রয়েছে বিবৃতির। কিন্তু তার মধ্যেই চলছে উদ্যাপন।
‘ভটভটি’ অভিনেত্রী বলেন, ‘রাতে কেক কাটায় মায়ের আপত্তি ছিল। তাই আজ সকালে মাসি ও মেসোমশাইয়ের উপস্থিতিতে আমরা কেক কেটে একসঙ্গে প্রাতরাশ সেরেছি।’
কর্মসূত্রে চিত্রাকে ভারতের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। কিন্তু রাজস্থানের স্কুলে পড়াকালে পাঁচ বছর মায়ের সঙ্গ পেয়েছিলেন বিবৃতি। কারণ, সেই স্কুলেই তখন চাকরি করতেন চিত্রা। অল্প বয়সে মায়ের সান্নিধ্য পাননি বলে মনের মধ্যে কোনো দুঃখ পুষে রাখেননি বিবৃতি; বরং এখন আরও বেশি করে মায়ের সঙ্গে সময় কাটাতে চেষ্টা করেন।
২০২০ সালে বাবাকে হারিয়েছেন বিবৃতি। জীবনের চলার পথে মনোবল থেকে শুরু করে ইচ্ছাশক্তি ও স্বাধীন জীবনযাপনের আদর্শ তিনি মাকে দেখেই রপ্ত করেছেন বলে জানান। অভিনেত্রীর কথায়, ‘এখন পর্যন্ত ক্যারিয়ারে যেভাবে এগিয়েছি, সেখানে মায়ের নীরব সমর্থন পেয়েছি। মা এবং আমার পরিবার কিন্তু আমাকে প্রতিমুহূর্তে সমর্থন করে।’
এই মুহূর্তে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে চাইছেন বিবৃতি। ছোট থেকে দীর্ঘ সময় অভিভাবকের উপস্থিতি ছাড়াই সময় কেটেছে তাঁর। তাই একা থাকতে কোনো সমস্যা হয় না বিবৃতির। করোনা মহামারির পর চিত্রা কলকাতায় ফিরে আসেন। এখন দুজনে একসঙ্গে থাকেন। বিবৃতির কথায়, ‘তথাকথিত মা-মেয়ের বদলে আমাদের সম্পর্কটা অনেকটাই বন্ধুর মতো।’
কিন্তু প্রেম বা বিয়ে নিয়ে মায়ের তরফে কোনো চাপ কি আসে? বিবৃতি হেসে বললেন, ‘মা আমাকে বলেই দিয়েছেন সম্পর্কে না জড়াতে। আর কোনো দিন বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন।’ কিন্তু ভবিষ্যৎ কেউই জানে না। তাই আগামী দিনে যদি সম্পর্কে জড়ান? বিবৃতির উত্তর, ‘এই মুহূর্তে কাজে মন দিতে চাই। কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না।’
বিবৃতি অভিনীত ‘দেবী চৌধুরাণী’ ছবিটি মুক্তি পাবে আগামী আগস্ট মাসে। এ ছাড়া রাজ চক্রবর্তীর হিন্দি ওয়েব সিরিজ ‘পরিণীতা’য় তাঁকে দেখবেন দর্শক।
১৪১ বার পড়া হয়েছে