সর্বশেষ

আন্তর্জাতিক

বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে মণিপুরে ব্যাপক বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে মুসলিম ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ চলছে, যার আঁচ এখন মণিপুরেও। আইনটির বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজ্যটির বিভিন্ন অঞ্চল।

বিশেষ করে ইম্ফল উপত্যকার কিছু অংশে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে হাজার হাজার নারী, পুরুষ এবং শিশু অংশ নেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এনডিটিভি সূত্রে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা ইম্ফল পূর্বের খুমিদক বাজার ও হাইক্রুমাখং এলাকাসহ মুসলিম অধ্যুষিত কাইরাং, খাবেইসোই, এবং খুরাই খুমিদক এলাকাগুলোতে প্রতিবাদ সমাবেশে অংশ নেন। তারা ওয়াকফ আইন বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন এবং স্লোগান দেন।

এদিকে, কয়েক দিন আগে মণিপুরের বিজেপি নেতার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এই নেতা ছিলেন আসকার আলী, যিনি বিজেপির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি। এর পরিপ্রেক্ষিতে, বিক্ষোভকারীরা দাবি করেন, বিলটি বাতিল না হওয়া পর্যন্ত তাদের গণতান্ত্রিক প্রতিবাদ চলবে।

এনডিটিভি জানিয়েছে, মণিপুরের ইম্ফল পূর্ব ছাড়াও থৌবাল এবং বিষ্ণুপুর অঞ্চলেও বিলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিশেষ করে, থৌবাল জেলার লিলং এলাকায় আগের সপ্তাহে আসকার আলীর বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়, যা স্থানীয় প্রশাসনকে কারফিউ জারি করতে বাধ্য করে। পরে, আলী মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করেন।

এই বিতর্কিত বিলটি পাস হওয়ার পরেই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয় এবং আগামী সপ্তাহে সেই চ্যালেঞ্জের শুনানি হবে। সংসদে পাসের পর, ভারতের প্রেসিডেন্ট স্বাক্ষরের মাধ্যমে এই আইনটি কার্যকর হয়, যা বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন