সর্বশেষ

আন্তর্জাতিক

পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বসতে প্রস্তুত ইরান, শর্ত দিয়েছে তেহরান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি বিষয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তবে, আলোচনা শুরুর আগে রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত—মার্কিন প্রশাসনকে প্রথমে সামরিক হুমকি বন্ধ করতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আগামী শনিবার (১২ এপ্রিল) আলোচনায় বসতে চায় ইরান। আরাগচি বলেন, “আমরা কূটনীতিকে গুরুত্ব দেই, তবে হুমকির মুখে কোনো আলোচনা সম্ভব নয়।”

২০১৫ সালের পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে যাওয়ার পর ইরান ধাপে ধাপে তার কর্মসূচি বিস্তৃত করে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন পক্ষের মধ্যস্থতায় আলোচনা ফের শুরুর আশা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের শর্ত মেনে নেওয়া ওয়াশিংটনের জন্য কঠিন হবে, কারণ দেশটি এখনো কঠোর অবস্থান বজায় রেখেছে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন