আন্তর্জাতিক
চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের লংহুয়া কাউন্টির একটি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জন নিহত হয়েছেন।
চীনের হেবেই প্রদেশে নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

ডেস্ক রিপোর্ট
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের লংহুয়া কাউন্টির একটি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরের এ ঘটনায় আরও অনেক বয়স্ক বাসিন্দাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়, তবে বিষয়টি তদন্তাধীন। দেশটিতে ভবন নির্মাণের মান এবং নিরাপত্তাব্যবস্থায় অবহেলার কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে।
এর আগে, জানুয়ারিতে বেইজিংয়ের একটি সবজির বাজারে আগুনে আটজন নিহত হন। তারও এক মাস আগে রংচেং শহরের একটি নির্মাণস্থলে আগুনে প্রাণ হারান ৯ জন।
১৩৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর