সর্বশেষ

আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব: বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তের পর বিশ্ববাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রসহ এশিয়ার শেয়ারবাজারগুলোতে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।

বুধবার জাপানের নিক্কেই সূচক ৪ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেং সূচক ১.৫ শতাংশ হ্রাস পায়। এর আগের দিন হ্যাং সেং সূচকে ১৩ শতাংশের ঐতিহাসিক পতন ঘটে, যা ১৯৯৭ সালের পর সর্বোচ্চ।

দক্ষিণ কোরিয়া তাদের অটো শিল্পকে রক্ষা করতে ১.৩ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করে। তারপরও কোস্পি সূচক ২০ শতাংশ কমে যায়, যা মন্দার সীমানায় পৌঁছে গেছে।

মার্কিন বাজারেও পতনের ধাক্কা লাগে। ডাও জোনস ৭৫০ পয়েন্ট (৫.৫%) কমে যায়, এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক যথাক্রমে ২.২% ও ২.৫% হ্রাস পায়।

শুধু শেয়ারবাজার নয়, তেলের বাজারেও ধস নামে। ব্রেন্ট ক্রুডের দাম ৩.৭৯% এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৪.১৩% কমেছে।

এই পরিস্থিতির মূল কারণ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ। ট্রাম্প প্রশাসন চীনের ওপর শুল্ক ৫০% বাড়িয়ে ১০৪% করেছে। পাল্টা জবাবে চীনও ৩৪% শুল্ক আরোপ করেছে এবং শেষ পর্যন্ত লড়ার প্রতিশ্রুতি দিয়েছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন