সর্বশেষ

আন্তর্জাতিক

আবুধাবিতে বিরল হীরার প্রদর্শনী, শীর্ষ আকর্ষণ ‘মেডিটেরেনিয়ান ব্লু’

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্বের সবচেয়ে দুর্লভ ও মূল্যবান হীরার প্রদর্শনী শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।

আন্তর্জাতিক নিলাম সংস্থা সোথেবিসের আয়োজনে দুই দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে বাসাম ফ্রেইহা আর্ট ফাউন্ডেশনে। প্রদর্শনীতে আটটি অত্যন্ত বিরল হীরা উপস্থাপন করা হয়েছে, যার সম্মিলিত মূল্য ১২ হাজার কোটি টাকারও বেশি।

এই আয়োজনের সবচেয়ে আলোচিত হীরা হলো ‘মেডিটেরেনিয়ান ব্লু’ নামের একটি ১০ দশমিক ৩ ক্যারেটের নীল হীরা, যার মূল্য প্রায় দুই হাজার কোটি টাকা। সোথেবিস এই হীরাটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও দুর্লভ নীল হীরা হিসেবে অভিহিত করেছে। অত্যন্ত দক্ষভাবে কাটা এই হীরাটি শুধু এর রঙ ও বিশুদ্ধতার জন্য নয়, বরং ঐতিহাসিক গুরুত্বের দিক দিয়েও বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রদর্শনীতে উপস্থাপিত আটটি হীরার সম্মিলিত ওজন ৭০০ ক্যারেটেরও বেশি। বিশ্বের নানা প্রান্ত থেকে হীরা সংগ্রাহক ও ব্যবসায়ীরা ঝলমলে এই রত্নগুলো দেখার জন্য ভিড় জমিয়েছেন।

সোথেবিসের উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান কুইগ ব্রুনিং বলেন, “এই হীরাগুলো সাধারণ কোনো রত্ন নয়। প্রতিটি হীরাই এককথায় অনন্য। আবুধাবিতে এমন অনেক সংগ্রাহক রয়েছেন, যারা এই মানের হীরা কেনার জন্য প্রস্তুত। তাই এই প্রদর্শনীর আয়োজন এখানেই করা হয়েছে।”

প্রদর্শনীটি চলবে ৯ এপ্রিল পর্যন্ত। এরপর আগামী ১৩ মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে ‘মেডিটেরেনিয়ান ব্লু’ হীরাটির নিলাম। শুধু মূল্যেই নয়, ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠা এই রত্নগুলো যে কোনো সংগ্রাহকের জন্য সম্মানের বিষয় হয়ে থাকবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন