সর্বশেষ

আন্তর্জাতিক

ভারত মহাসাগরে চীনের তৎপরতায় ভারতের পদক্ষেপ কি 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৬:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর কার্যক্রম ক্রমাগত বাড়ছে।

এই পরিস্থিতিতে নিজেদের সমুদ্রসীমা এবং আন্তর্জাতিক জলসীমায় স্বার্থ রক্ষা করতে ভারতীয় নৌবাহিনীকে চীনের কর্মকাণ্ডের ওপর নিবিড় নজরদারি চালানোর প্রয়োজনীয়তা অনুভব করছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী। পাশাপাশি, মঙ্গলবার নৌবাহিনীর কমান্ডারদের বৈঠকে তিনি চীনা আক্রমণের সম্ভাবনা মোকাবিলায় সাতটি প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

কর্নাটকের কারওয়ার নৌঘাঁটিতে সোমবার থেকে ভারতীয় নৌবাহিনীর কমান্ডার স্তরের তিন দিনের সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে অ্যাডমিরাল ত্রিপাঠী নিয়মিত যুদ্ধের অনুশীলন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, নৌবহরের রক্ষণাবেক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার, নৌবহরের সরবরাহ সুষ্ঠু রাখা, নৌসেনাদের উন্নয়ন এবং বিমান বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন।

ওয়াশিংটন-বেইজিং শুল্ক যুদ্ধের প্রেক্ষাপটে, ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর তৎপরতা নিয়ে নৌবাহিনীর প্রধানের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সময়ে, পূর্ব লাদাখের প্রকৃতি নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে।

এছাড়া, ভারত কয়েক বছর আগে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে 'কোয়াড' (চতুর্দেশীয় অক্ষ)-এ যোগ দিয়েছে। সম্প্রতি, দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য রুখতে জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্সকে নিয়ে আমেরিকার নেতৃত্বাধীন জোট ‘স্কোয়াড’-এর বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন