সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় অবৈধ দখলে থাকা প্রায় ৩০ বিঘা খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

 স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
 স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৬:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর ইউনিয়নে ভুমিদস্যুদের দখলে থাকা প্রায় ৩০ বিঘা সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিন-তারিখ দিন) সকাল থেকে দিনভর চলা এই অভিযানে আলিপুরের সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত মোট ৯.৬৮ একর জমি দখলমুক্ত করা হয়। অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় ভুমিদস্যু আব্দুস সবুর ও তার ভাই আব্দুর রউফ এসব জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। তারা জমিতে ভরাট করে ট্রাক টার্মিনালসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছিলেন, যা অভিযানকালে গুড়িয়ে দেওয়া হয়।

আব্দুস সবুর ও আব্দুর রউফ আলিপুর ইউনিয়নের বাসিন্দা এবং আলহাজ্ব আব্দুস সাত্তারের ছেলে। জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ বলেন, “আমাদের কাছে তথ্য এসেছে যে, সাতক্ষীরায় বহু খাস জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রয়েছে। এর মধ্যে রোডস ও হাইওয়ে এবং পানি উন্নয়ন বোর্ডের জমি উল্লেখযোগ্য। তাই ইতিমধ্যে এডিসি (রেভিনিউ) ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “আলিপুরে উদ্ধার করা জমির পাশাপাশি জল মহলসহ আরও দুই একর খাস জমি আব্দুর রউফের দখলে ছিল, যা দখলমুক্ত করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে আমাদের উদ্দেশ্য, জেলার প্রতিটি সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করা।”

এ অভিযানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ কুমার সরকার, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) পলাশ আহমেদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাহ উদ্দিন আহমেদ। এছাড়া অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাও সক্রিয় অংশ নেন।

জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করে বলেন, “সাতক্ষীরার একটি টুকরো সরকারি জমিও যাতে আর কোনো ভূমিদস্যুর দখলে না থাকে, সেজন্য আমরা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাবো।”

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন