পাবনায় ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা পরিকল্পিত হত্যাকাণ্ড

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়কের পাশ থেকে জাহিদুল মোল্লা (৬০) নামের এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) সকালে আতাইকুলা-ডেমরা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা থানায় খবর দেন। পরে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তাকে গলা কেটে হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়েছে। হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
নিহত জাহিদুল মোল্লা সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলে হাট গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে এবং একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।
নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, “মঙ্গলবার বিকেলে কাঠের ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন জাহিদুল। এরপর আর ফেরেননি। আজ সকালে তার মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”
১২১ বার পড়া হয়েছে