৯৯৯-এ কল বেড়েছে, ঈদে ভুয়া কল ছিল লক্ষাধিক

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৫:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঈদুল ফিতরের ছুটিতে (২৮ মার্চ–৫ এপ্রিল) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল এসেছে ২ লাখ ৪০ হাজার ৬৯৩টি।
এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ৪১৬টি ছিল ভুয়া কল—যেগুলোর অনেকই ছিল মজা করার, গান শোনানোর বা কথা না বলার মতো বিরক্তিকর আচরণ।
৯৯৯-এর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি কল এসেছে মারামারি ও সংঘর্ষ সংক্রান্ত ঘটনায় (৩৭৬৮টি)। এরপর শব্দদূষণ, অগ্নিকাণ্ড, চিকিৎসাসেবা, আটকে রাখা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, দুর্ঘটনা, চুরি ও জমি দখলসংক্রান্ত ঘটনা নিয়ে কল এসেছে উল্লেখযোগ্য সংখ্যায়।
ঈদের সময় ফরিদপুর ও মৌলভীবাজারে সংঘর্ষের দুটি ঘটনায় ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বর্তমানে প্রতি মুহূর্তে ১০০টি কল রিসিভ করার সক্ষমতা রয়েছে, এবং আগের তুলনায় মানুষ এখন এই সেবার ওপর বেশি নির্ভর করছে।
যথাযথ কারণ ছাড়া বিরক্তিকর কল দিলে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা বা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড হতে পারে।
৯৯৯-এ কর্মরত আছেন পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগের সদস্যসহ মোট কয়েক শ’ জন, যাদের মধ্যে রয়েছেন ৬৩ জন নারী সদস্যও। ঈদের ছুটিতে তাদের টানা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়েছে।
১২৭ বার পড়া হয়েছে